কল্পনাবিলাসী - A Gift Story for Noman | By Sabbir Ahmed Shuvo
কল্পনাবিলাসী
লিখেছেন: সাব্বির আহমেদ শুভনিদারুন মানসিক কষ্টে ভুগছে সাফিন।
কারন শাফিন তার প্রিয় মানুষটা থেকে অনেক দুরের ব্যাস্ত নগরী ঢাকাতে চলে আসছে। আর হয়তো কখনো দেখা হবে না সেই প্রিয় মানুষটির সাথে কারন প্রিয় মানুষটাকে যে কখনোই বলা হয়নি ভালোবাসার কথা।
কারন বলার সুযোগ টা হাতছাড়া হয়ে গেছে আরো আগেই। বছর তিনেক আগের কথা।
সাফিন ক্লাস টেনে পড়তো। বেশির ভাগ সময়ই তার সংঙ্গি হয়ে থাকতো একাকিত্ব আর নিসংঙ্গতা। নিজের খেয়ালিপনায় কল্পনার আকাশে উড়ে বেড়াতে বেড়াতে সময় পার করে দিতো সে।
কল্পনাতে বিচরন থাকলেও একটা মেয়েকে ভালোবাসতো সে। কল্পনায় ও থাকতো সেই মেয়েটি। কল্পনা করতে করতে হারিয়ে যেতো অনেক ধুরে।
আর তার কল্পনার এই নায়িকার নাম ছিলো জেসিকা। দুজনেই একই সাথে পড়তো। আর সাফিনের প্রেম টাও ছিলো একতরফা প্রেম। কারন সাফিন ই যা তাকে ভালবাসতো কিন্তু জেসিকা সাফিনকে ভালোবাসতো না। আর ভালোবাসবেই বা কি করে কল্পনা প্রেমি ছেলেটা তো কখনোই তার কল্পনা রানীকে বলতেই পারেনি মনের কথাগুলো।
এমনকি তার বন্ধুরাও কখনো জানতে পারেনি কল্পনাপ্রেমির যে একটা ড্রিম কুইন আছে।
ঘড়ির কাটার সাথে সময়ও চলতে থাকে। আর সাফিনের ভালোবাসার পারদ টাও যেনো উপর দিকে উঠতে থাকে। কিন্তু কখনোই "ভালোবাসি" কথাটা সরাসরি বলার সাহস হয়ে উঠে নি। এরই মধ্যে তাদের এস.এস.সি পরিক্ষাও শেষ। কিন্তু ভাগ্য ভালো এবারও দুজনই একই কলেজে ভর্তি হয়।
সাফিনের কল্পনা আর স্বপ্ন গুলো আগের মতই চলতে থাকে। আর এতোদিনেও জেসিকা বুজে উঠতে পারেনি সাফিনের ভালোবাসা। আর বুজার কোনো উপায় ও হয়তো ছিলো না। তখন আর এইচ.এস.সির ২-১ মাস বাকি। জেসিকার বিষয়টা যেনো তাকে বিষন্নতায় গ্রাস করে ফেলে।
ছন্দ হারিয়ে ফেলে তার কল্পনাগুলো। খেই হারিয়ে ফেলে তার স্বপ্নগুলো। সাফিনের বিষন্নতা কেউ না বুজলেও তার সব চেয়ে কাছের বন্ধু রাফি বুজতে পারে।
রাফিঃ কিরে, কি হইছে তোর? মনটা কি খুব খারাপ নাকি?
সাফিনঃ নাহ্, কিছু হয় নাই।
রাফিঃ তাহলে কি হইছে বল।তুই তো কখনই কিছু বলস না।
সাফিনঃ হ্যাঁ, আমি বলিনা। আজ বলছি, আমি জেসিকাকে ভালোবাসি। কিন্তু কখনো তাকে বলতে পারিনি।
রাফিঃ আরে, আগে বলস নাই কেন??? আমি তো জানি কয়েকদিন হলো জেসিকার রিলেশনশিপ এর। তুই একটু বেশিই দেরি করে ফেলছোস......
এখন আর কিছুই করার নাই। সাফিন এর মনে আরো একবার বড় ধরনের ঝড় হয়ে যায়। কত কল্পনাই না ছিলো স্বপ্ন রানীকে নিয়ে।
আর ছিলো কতো স্বপ্ন। কিন্তু এই ঝড়ে তার সেই স্বপ্ন গুলো ভেঙে কাঁচের মত টুকরো টুকরো হয়ে যায়।
তবুও কোনো অভিযোগ নেই তার। নিজের কষ্ট গুলো নিজের বুকেই মাটিচাপা দিয়ে রাখবে সে। এরপর পরিক্ষা শেষে সাফিন এখন ঢাকায়। আর কখনোই হয়তো দেখা হবে না কল্পনার সেই নায়িকার সাথে।
তবুও সাফিন ও স্বপ্ন দেখে যাবে জেসিকাকে নিয়ে। ভালোবেসেই যাবে আগের মত করেই। যদিও আর কখনোই বলা হবে না সেই ভালোবাসার কথা।
--(TO BE CONTINUED)
Note!
কল্পনাবিলাসী গল্পটি লিখেছেন "সাব্বির আহমেদ শুভ" 2018 সালের দশম শ্রেণীতে থাকাকালীন লিখেছেন । গল্পটি এই ব্লগে প্রকাশ করা হয়েছে শুধুমাত্র সংরক্ষণের উদ্দেশ্যে।
Post a Comment